ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া দক্ষিন যশপুর গ্রামের ৫৬ পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পৌর সভার দক্ষিণ যশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন’র সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আসিফ মজুমদারের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ মোস্তফা, উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মোঃ কামাল পাশা, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, মেহেদি হাসান চৌধুরী শিমুল, মহিলা কাউন্সিলর সাহেনা আক্তার, জাহাঙ্গীর আলম ভূঁঞা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। শেষে বৈদ্যুতিক বাল্ব জালিয়ে দক্ষিণ যশপুর গ্রামের ৫৬ পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ
ছাগলনাইয়ায় ৫৬ পরিবারের পৌঁছলো বিদ্যুতের আলো








