নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ডেন্টাল সোসাইটির সংবর্ধনা ও সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সভাপতি ডা. কাজী মো. ইস্্রাফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. আলা উদ্দিন মজুমদার, ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির প্রমূখ।
তাহমিনা তোফা সীমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, ডেন্টাল সার্জনস্ ফোরাম ফেনীর সদস্য ডা. মিজানুর রহমান।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাশেম ও মহাসচিব ডা. হুমায়ুন কবির বুলবুলসহ, বিএমএ ফেনীর সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদনা: আরএইচ/ডিটি
ফেনীতে ডেন্টাল সোসাইটির সংবর্ধনা ও সম্মিলনী








