দাগনভূঞা প্রতিনিধি>>
৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবসে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে দাগনভূঞা আতাতুর্ক স্কুলের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে উপজেলা আ’লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল ও ছাত্রলীগ সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ।
এময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, সিন্ধুরপুর ইউপি চেয়ারম্যান নুর নবি, মাতুভূঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হানসহ নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/ইআর
দাগনভূঞায় আ’লীগের আনন্দ মিছিল








