নতুন ফেনী ডেস্ক>>
পরশুরামের সড়ক দূর্ঘটনায় সোলেমান চৌধুরী (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনবার বিকালে উপজেলার গদানগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ইসলামী ব্যাংক’র ক্ষুদ্রঋণ বিভাগের ফিল্ড অফিসার সোলেমান চৌধুরী কাজ শেষে মোটরসাইকেলে যোগে অফিসে ফেরার পথে ওই স্থানে এসে পৌঁছলে বালু বাহী একটি পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রন হারিয়ে পাওয়ার ট্রলির চাকায় পিস্ট হয়ে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় আলাউদ্দিন নামের আরও কর্মকর্তা আহত হয়েছেন। নিহত সোলেমান চৌধুরী ছাগলাইয় উপজেলার দেবপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনীতে পাঠানো হয়েছে।
সম্পাদনা: আরএইচ
পরশুরামে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
