সদর প্রতিনিধি>>
ফেনীতে প্রাইভেটকার চাপায় আসমা আক্তার (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মহাসড়কের লেমুয়া এলাকায় গৃহবধু আসমা আক্তার সড়ক পারপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আসমা আক্তার গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় নিহত নারীর এক শিশুও আহত হয়। সে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত আসমা আক্তার জেলা সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষিপুর গ্রামের বাহার মিয়ার স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফেনী মহিপাল হাইওয়ে থানার ওসি জাহাঙ্গির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে প্রাইভেটকার চাপায় গৃহবধু নিহত







