শহর প্রতিনিধি>>
ফেনী শহরের দাউদপুরে শাহীনুল ইসলাম (২০) নামে এক বখাটে প্রেমিককে গণদোলাই দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, স্থানীয় এক মোবাইল কার্ড ব্যবসায়ীর কাছ থেকে ফেনী সরকারী জিয়া মহিলা কলেজ প্রথম বর্ষের এক ছাত্রীর নাম্বার কালকশন করে শাহীন। এরপর থেকে নিয়মিত ওই মেয়েকে কল দিয়ে বিরক্ত করত সে। বিষয়টি ওই ছাত্রী তার মা-বাবাকে জানালে তারা মোবাইল করে সাবধান করে শাহীনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বখাটে শাহীনসহ বেশ কয়েকজন সহযোগী ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে গণদোলাই দেয়। পরে এ ধরণের কাজ করবে না বলে মুসলেকা দিয়ে পিতা-মাতার কাছে হস্তান্তর করে তাকে। বখাটে শাহীনুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সম্পাদনা: আরএইচ/এনকে
ফেনীতে বখাটে প্রেমিককে গণদোলাই
