নিজস্ব প্রতিনিধি >>
ভাষা শহীদ সালামের গ্রামের একটি শিশু পার্ক স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। মঙ্গলবার সকালে সালামের গ্রামে লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালাম সরকারী প্রাথমিক বিদ্যালয় নামকরণের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

দাগনভূঞা উপজেনা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানিয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যন আব্দুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়রম্যন দিদারুল কবির রতন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম, ভাষা শহীদ সালাম এর ছোট ভাই আব্দুল করিম সহ আরো অনেকে।
উল্লেখ্য, ভাষা শহীদ সালাম এর গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ফেনীবাসীর দাবীর মুখে দীর্ঘদিন পর বিদ্যালয়টি ভাষা শহীদ সালামের নামে পরিবর্তন করার পাশাপাশি সরকারি করণ করা হয়।
সম্পাদনা: আরএইচ







