নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে ইদ্রিস পাটোয়ারী রাজু (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি বিশেষ টিম শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১০ পিস ইয়াবাসহ ইদ্রিস পাটোয়ারী রাজুকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার’র (ভূমি) আদালতে আনা হলে তিনি ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে একই এলাকার ইব্রাহিম পাটোয়ারীর ছেলে।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে ইয়াবা ব্যবসায়ীর ৬ মাসের কারাদন্ড
