শহর প্রতিনিধি>>
ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় মহান স্বাধীনতার মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতার গল্প শুনো শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, সাবেক ডেপুটি কমান্ডার মোস্তফা হোসাইন, বর্তমান জেলা ডেপুটি কমান্ডার মোহাম্মদ শাহজাহান মাষ্টার, আব্দুর রহমান মজুমদার, সহকারী ইউনিট কমান্ডার সাংগঠনিক মোশারফ হোসেন।
আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ সঞ্চালনায় বক্তব্য রাখেন আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা মুফতী ফারুক আহম্মাদ, গভর্ণিং বডির সহ-সভাপতি এ কে এম সামছুদ্দিন, ছাত্রদের পক্ষে মো. নুরুজ্জামান, নাঈমুর রহমান, আশরাফুজ্জামান রাজু।
এ সময় অন্যান্যের মাঝে ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী ইউনিট কমান্ডার আবদুল কুদ্দুছ, মোস্তফা হায়দার চৌধুরী, সাহাব উদ্দিন, আবুল হাসেম, রশিদ আহাম্মদ জাহাঙ্গীর, আবদুল আজিজ চৌধুরী, আবুল কালাম আজাদ, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহিদুল হক আরিফ, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা গভর্ণিং বডির সদস্য মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দিক মানিক, অধ্যাপক নিজাম উদ্দিন, মুফতি রফিকুল ইসলাম, মুহাদ্দিস মাহমুদুর রহমান, স্কাউট শিক্ষক মোস্তফা, মাস্টার শাহ আলম, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মহান স্বাধীনতার মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদনা: আরএইচ
ফেনীর ফালাহিয়া মাদরাসায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা







