নিজস্ব প্রতিনিধি>>
তিনদিন ব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফনী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী।
বালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও রেড ক্রিসেন্ট ইউনিট ফেনী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান হাসান রাব্বীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের যুব প্রধান রফিকুল ইসলাম রবিন, প্রশিক্ষক সায়েমা আহমেদ চৌধুরী ও প্রশিক্ষনার্থী বিবি আমেনা।
অনুষ্ঠানে ৫৩ জন প্রশিক্ষণার্থী, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।
সম্পাদনা: আরএইচ
ফেনীতে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ







