বিশেষ প্রতিনিধি >>
ফেনীতে পহেলা বৈশাখে নানা আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ১৪ এপ্রিল শুক্রবার দিবসটি উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে এসব সংগঠন।
পহেলা বৈশাখে প্রথম প্রহরে শহরের বর্ণাঢ্য র্যালী ও পিটিআই স্কুল মাঠে পান্তা ইলিশের আয়োজন করেছে জেলা প্রশাসন। একই ভাবে ফেনী সরকারী কলেজ, সরকারী জিয়া মহিলা কলেজ দিনভর র্যালী, পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি হাতে নিয়েছে। দিনভর আড্ডায় মিলিত হবেন জেলায় কর্মরত ডাক্তারদের সংগঠন বিএমএ। শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে পান্তা ইলিশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে তাঁরা।
ফেনীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী আয়োজন করেছে ‘খাঁটি হেনীয়ান’ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় যে কোন ভাষী মানুষ ১মনিটের মধ্যে খাঁটি ফেনীর ভাষায় বৈশাখী শুভেচ্ছা জানিয়ে ভিডিও পাঠাতে হবে। প্রতিযোগির প্রেরিত ভিডিও নতুন ফেনীর অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হলে সর্বাধিক লাইক ও শেয়ারকৃত ভিডিও নির্বাচন করে সেরা তিনজনকে আকর্ষনীয় পুরস্কারসহ ফেনীর আধুনিক চাইনিজ রেস্টুরেন্ট ফেনিয়ানে ডিনারের অপূর্ব সুযোগ। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ১৪ এপ্রিল সন্ধ্যায় ৬টার মধ্যে ভিডিও প্রেরণ করতে হবে। বিজয়ীদের পরদিন পুরস্কৃত করা হবে।
‘বৈশাখী ফটো ক্যাম্পেইন’ নামে আরেকটি প্রতিযোগিতার আয়োজন করেছে আপন ইভেন্টস। এ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ফেনী সরকারী কলেজে বৈশাখী উৎসবে উপস্থিত হয়ে আপন ইভেন্টস’র সাজসজ্জার সামনে তোলা ছবি আপন ইভেন্টেস’র অফিসিয়াল ফেসবুক পেইজে প্রয়োজনীয় তথ্যসহ প্রেরণ করতে হবে। প্রিয়জনদের সাথে তোলা যে কোন ছবি যেখানে অবশ্যই ফেনী সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে তোলা ছবি ১৬ এপ্রিলের মধ্যে প্রেরণ করতে হবে। আপন ইভেন্টস এ প্রকাশিত সর্বাধিক লাইক ও বিষয়সস্তুর বিবেচনায় সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
পহেলা বৈশাখের দিন সন্ধ্যায় ফানুস উৎসব পালন করবে ফেনীবাসী। কয়েকজন স্বপ্নবান যুবকের প্রচেষ্টায় শহরের রাজাঝি দিঘীর চারপাশ ঘিরে ফানুস উৎসবে মেতে উটবে সবাই। যারা এখানে আসতে পারবে না, তারা নিজ নিজ জায়গা থেকে একই সময়ে একই সাথে ফেনীর আকাশে ফানুস উড়াবে। একই উপলক্ষ্যে সবার প্রাণে প্রাণে একটা সংযোগ স্থাপন হবে। যারা আমাদের এই ফানুসিয়ানার সহযোগী হতে আগ্রহী তারা শহরের প্রয়োজনীয় তথ্য (যেকোন পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি) এবং সদস্য ফি নুন্যতম ১শ’ টাকা প্রদানপূর্বক ভলান্টিয়ার হতে পারবেন।
এছাড়াও শহরের পাড়া মহল্লার বিভিন্ন সংগঠন দিনটিকে উদযাপন করতে পান্তা ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছেন। শহেরর বিভিন্ন রেস্টুরেন্ট পহেলা বৈশাখকে কেন্দ্র করে পান্তা ইলিশের বিশেষ আয়োজন থাকছে।
সম্পাদনা: আরএইচ
অংশ নিতে চাইলে নিচের লিঙ্ক গুলোতে ক্লিক করুন।
১। নতুন ফেনী ‘খাঁটি হেনীয়ান’ প্রতিযোগিতা
২। অপন ইভেন্টস ‘বৈশাখী ফটো ক্যাম্পেইন’ প্রতিযোগিতা
৩। ফানুসিয়ানা







