দাগনভূঞা প্রতিনিধি >>
ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা গ্রহন করলেন দাগনভূঞা একাডেমীর প্রধান শিক্ষক মিজানুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে আয়োজিত ফেনী জেলার স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন। সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফি উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আলী জিন্নাহ্।
অনুষ্ঠানে জেলা শিক্ষা প্রতিষ্ঠান ফেনী জি এ একাডেমী, জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিজানুর রহমান, জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এ কে এম ফরিদ আহম্মেদ, শ্রেষ্ঠ রোভার লিডার মোঃ সিরাজদৌল্লাহ, শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র হারু অর রশিদ পুরস্কৃত হন। এছাড়াও রচনা প্রতিযোগীতায় সোনাগাজী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আলমগীর হোসেন রিপন, বিতর্কে ফেনী জয়নাল হাজারী কলেজের শিক্ষার্থী হামিদা আক্তারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীগণ ছাড়াও ফেনী জেলাধীন সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান প্রধানগণ, অভিভাবকবৃন্দ, জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: এনকে
দাগনভূঞা একাডেমীর মিজান জেলার শ্রেষ্ঠ শিক্ষক







