নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে শতভাগ নিরক্ষর কর্মসূচি ‘আঁই টিপ সই করি ন’ প্রকল্পের কর্মীদের তথ্য সংগ্রহে বাসায় ঢুকতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা বাসায় প্রবেশ করতে চাইলে শহরের নাজির রোড এলাকায় বিভিন্ন বাসায় প্রবেশ করতে দেয়নি বাড়ীর মালিকরা।
প্রকল্পের সমন্বয়ক সাজ্জাদ হোসেন দিপু জানান, সকালে ওই এলাকায় শহরের নাজির রোড়ের একাধিক বাসা-বাড়ীতে প্রকল্পের কর্মী তোফায়েল আহাম্মদ, নাথ, আদিবা ও গোলাম রাব্বানী প্রবেশ করতে চাইলে বাঁধা দেয়া হয়। পরবর্তীতের স্থানীয় কমিশনার সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি সুরাহা করেন। একই ওয়ার্ডের সুফি সদর উদ্দিন সড়ক, সেলিনা ফারভীন সড়কের বেশকয়েকটি জায়গায় প্রকল্পের কর্মীদের বাঁধা দেয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম সিরাজ জানান, যেখানে বাঁধা দেয়া হয়েছে তাৎক্ষনিক আমি খোঁজ-খবর নিয়ে সমাধানের চেষ্টা করেছি। ভবিষ্যতে যাতে প্রকল্পের কর্মীদের বাঁধা না দিয়ে পাড়ায়-পাড়ায় তাদের সহযোগিতা করতে বলে দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা বলেন, বিষয়টির সাথে গণমানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। বেশি বেশি প্রচারের মাধ্যমে মানুষ এটি সম্পর্কে অবহিত হবে। তখন আর এ অবস্থার সৃষ্টি হবে না।
উল্লেখ্য, ফেনীকে শতভাগ নিরক্ষর মুক্ত করতে ‘আঁই টিপ সই করি ন’ নামে একটি প্রকল্প উদ্বোধন করে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। জেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় প্রকল্পে ১২টি সংগঠনের ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। দৈনিক ফেনীর সময়, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম ও নতুন ফেনী প্রকল্পের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।
সম্পাদনা: আরএইচ







