শহর প্রতিনিধি>>
বেতন ভাতাসহ চাকরী জাতীয় করণের দাবীতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে স্মারক লিপি দিয়েছেন জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। মঙ্গলবার তাঁর বাস ভবনের সামনে উপস্থিত হয়ে স্মারকলিপি তুলে দেন এসোসিয়েশনের নেতারা।
এসময় ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আজিজুল হক, ফেনী পৌরসভার সচিব লোকমান হোসেন, পৌর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুপক হাজারীসহ জেলার সব ক’টি উপজেলার পৌর কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাকরী জাতীয় করণ ও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবীতে মানববন্ধনসহ দেশ ব্যাপী নানা কর্মসূচি পালন করে আসছে এসোসিয়েশন। তারই অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদনা: আরএইচ







