ছাগলনাইয়া প্রতিনিধি>>
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়ায় দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, পৌর কাউন্সিলর মুন্সী নুর হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক সাখাওয়ার হোসেন হিমু, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা এনায়েত উল্যাহ সোহেল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এ সময় মেলায় অংশ নেওয়া ১২ টি স্টল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরীসহ ও অতিথিবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







