ছাগলনাইয়া প্রতিনিধি>>
ছাগলনাইয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী’র সভাপতিত্বে ও মটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন’র পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহি উদ্দিন, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিব শাহ হোসেন চৌধুরী বাদশা, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম স্বপন, মোজাহারুল ইসলাম মূসা, হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার সহ পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
টুর্ণামেন্টে বালক গ্রুপে হরিপুর আলী আকবর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে চাদঁগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালিকা গ্রুপে জঙ্গলমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে মটুয়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সম্পাদনা: আরএইচ/এমকেএইচ







