সোনাগাজী প্রতিনিধি>>
সোনাগাজীতে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের বিভিন্ন দাবীতে মাদববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার পৌরশহরের জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেরার সভাপতি মোঃ মাঈন উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে কুঠির হাট বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ আলমগীর, সোনাগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সোনাপুর হাজী এস এম হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, সাহেবের হাট আলহাজ্ব সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহম্মদ, আল হেলাল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, সোনাগাজী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি নুরুল আফছার, সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ তহবিলের জন্য অতিরিক্ত ৪% হারে কর্তনের প্রতিবাদ, শিক্ষকদের বেতন থেকে বিধি বহির্ভূতভাবে আয়কর কর্তনের প্রতিবাদ এবং জাতীয়করন, পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও বাড়ী ভাড়ার দাবীতে দাবী জানান।
সম্পাদনা: আরএইচ/এমএএইচআর







