নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সদর ও ছাগলনাইয়া উপজেলার পৃথক তিনটি ইউনিয়নে ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পৃথক তিনটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার দুপুর থেকে স্ব-স্ব উপজেলা থেকে স্বচ্ছ ভোট বাক্স, ব্যালট, সিল ও অমোচনিয় কালী ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য নিজামুল আলম অকাল মৃত্যুতে ওয়ার্ডটি শুন্য ঘোষণা করা হয়। পরে ১৩ জুলাই উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ওয়র্ডে বর্তমানের ওবায়দুল্লাহ (টিউবওয়েল), আজিম উদ্দিন (তালা), শাহাদাত হোসেন সবুজ (মোরগ), সিরাজুল ইসলা (আপেল), বেলাল হোসেন (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
একই উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বিদেশ গমন করায় তার ওয়ার্ডটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে নুরুল অবছার মিয়াজী (টিউবওয়েল), এয়াকুব হোসেন (ঘুড়ি), রুহুল আমিন কারী (তালা), মাহবুবুল হক মাবু (ফুটবল), এরশাদ হোসেন (মোরগ), শামসুল হক মিয়া (সিলিং ফ্যান) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অন্যদিকে একই দিন ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (পশ্চিম মধুগ্রামের) উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি সদস্য আবু তাহের পাটোয়ারীর মৃত্যুতে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এখানে নুর ইসলাম (মোরগ), নাজিমুল হক (ফুটবল) ও মোঃ সামছুল হক পাটোয়ারী (টিউবওয়েল) প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে মোটবী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি নতুন ফেনী’কে জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। এলাকার ভোটের পরিবেশ বিরাজ করছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তী তানজিদা ইয়াসমিন নতুন ফেনী’কে জানান, নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন নতুন ফেনী’কে জানান, উপজেলার মোটবী ও ধর্মপুর ইউনিয়নের পৃথক দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সকল উপকরণ কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। এছাড়াও নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/টিএইচএন/এমকেএইচ







