নিজস্ব প্রতিনিধি>>
দাগনভূঞা উপজেলার উত্তর চাঁদপুর এলাকার দিন মজুর শাহাদাত মিয়ার মেয়ে তানজিনা আক্তার। কাজ পাওয়ার জন্য পরিবার নিয়ে দাগনভূঞা বাজারে বাসা ভাড়া থাকেন। তাদের সাথে থাকে ৫ বছরের ফুটফুটে মেয়ে তানজিনা আক্তার।
১৪ জুলাই শুক্রবার পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ে সারমিন মাছ ভাজার সময় অসাবধানতা বশত গরম তেল ছিটকে পড়ে তানজিনার পুরো শরীর ঝলসে যায়। তাদের শোর-চিৎকারে স্থানীয়রা চিকিৎসার জন্য দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তানজিনা আক্তারের গলা, বাম হাত ও পিঠসহ শরীরের বেশির ভাগ অংশ ঝলসে গেছে। তাকে আরো আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হবে।
তানজিনার বাবা শাহাদাত মিয়ার বলেন, এখন আমার মেয়েকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নেয়া দরকার। চিকিৎসা করার মতো আমার কাছে টাকা পয়সা নেই। আমাদের স্থানীয় কাউন্সিলর জুয়েল ভাই এতদিন পর্যন্ত খরচ বহন করেছেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি শিশুটির চিকিৎসার জন্যে এগিয়ে আসেন তাহলে কৃতজ্ঞ থাকবো।
দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মহিউদ্দিন জুয়েল জানান, শাহাদাত মিয়া একজন দিন মজুর। তার পক্ষে মেয়ের চিকিৎসা করানো অসম্ভব। তানজিনার চিকিৎসার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তানজিনাকে সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৬৩৬-৫৩৭৬৫৯ (পিতা) অথবা ০১৭১৩৮২২৭৭ (জুয়েল – কাউন্সিলর, দাগনভুঞা পৌরসভা)।
সম্পাদনা: আরএইচ/এসএইচটি








