নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে দুই ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে এস.এস.সি ৯৫ ব্যাচ ফেনী জেলার বন্ধুরা। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রোগীর স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।
অনুষ্ঠানে এস.এস.সি ৯৫ ব্যাচ ফেনী জেলা সংগঠনের সদস্য ফারাহ দিবা, শারমীন নিশু, হাাংন হাজারী, রিয়াদ আজীজ রাজীব, এনাম ফারুক, আবদুল হান্নান, মো: কায়কো, শামীম মজুমদার, এভারগ্রীন রিপন, সাহাবউদ্দিন, সোহাগ আহমেদ, মো: আজম খান, মো: আলমগীর, সরওয়ার হোসেন রুবেল, আরিফ রিজভী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতে চিকিৎসারত শহীদুল ইসলামের বাবার হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক ও শেখ আহাম্মদ নামে আরেকজন ক্যান্সার আক্রান্ত রোগির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, মানবিকতা এখনো আছে বলে সমাজ টিকে আছে। মানবতার কথা বলতে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৮৫ সালে জগন্নাথ হলের ছাদ ধ্বসে পড়ার কথা স্মরণ করেন। এ দুর্ঘটনায় নিজে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মানুষের সহমর্মিতার কথা তুলে ধরেন।
সম্পাদনা: আরএইচ








