দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞা পৌর এলাকার রামানন্দপুরে বালুর স্তুপ থেকে অজ্ঞাত দুইটি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সামবার দুপুর দেড়টার লাশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পথচারীরা ওই এলাকায় পঁচা গন্ধ পেয়ে কিসের গন্ধ খুজতে থাকে। একপর্যায়ে পার্শ্ববর্তী বালুর স্তুপের মধ্যে দুইটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা, আনুমানিক ১২ থেকে ১৫ দিন পূর্বে হত্যার পর লাশ গুলোকে বালুরস্তুপে পুতে রেখে যায়। দুটি লাশই পঁচে গলে যাওয়ায় মুখ ও দেহ চিহ্নিত করা যাচ্ছে না।
দাগনভূঞা থানার পরিদর্শক মোহাম্মদ আবুল ফয়সল অজ্ঞাত পরিচয় ২টি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আরএইচ