নিজস্ব প্রতিনিধি >>
ফেনী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘সমাজকর্ম এ্যালামনাই এসোসিয়শন’র (২০১৭-১৯) সালের কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার সমাজকর্ম বিভাগের নবীন বরন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কমিটি গঠন করা হয়। এই সময় ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
কমিটিতে প্রাক্তন ছাত্র শরীফুল ইসলাম (অপু) কে সভাপতি এবং সাবেক ছাত্র জোবায়েদ উদ্দিন আহামেদ কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন মোশায়েদ উল্লাহ পিতু (সহ-সভাপতি ১) সাহাব উদ্দিন শিহাব (সহ-সভাপতি ২), মাজহারুল ইসলাম বাপ্পি (সহ-সভাপতি ৩), অমৃত লাল শীল (যুগ্ম-সম্পাদক ১), সামছুল হক ভূঁঞা রাশেদ (যুগ্ম-সম্পাদক ২), রহিম উদ্দিন (সাংগঠনিক সম্পাদক ), আবদুল্লা আল নোমান (সহ- সাংগঠনিক সম্পাদক ), জসিম উদ্দিন (অর্থ সম্পাদক ), শহীদুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক ), শাহ জালাল মাহমুদ (দপ্তর সম্পাদক ), মোজাম্মেল হোসেন কাওছার (ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ), মাহমুদা আক্তার কনিকা (মহিলা বিষয়ক সম্পাদক), সাজেদা আক্তার রিয়া (মহিলা সহ- সম্পাদক), মোঃ আবদুস সালাম, কামরুল হাসান রানা, বোরহান উদ্দিন রানা ও সামছুদ্দিনকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের প্রায় আট শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এইএসটি







