সোনাগাজী প্রতিনিধি>>
নানা ঝল্পনা-কল্পনার পর অবশেষে সোনাগাজী ফিরলেন ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ। মঙ্গলবার বিকালে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে বহণকারী গাড়ী সোনাগাজী ফিরলে করতালি ও শ্লোগানে তাকে গ্রহণ করেন সমর্থকরা।
রহিম উল্যাহর সোনাগাজী আসাকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে র্যাব পুলিশের অতিরিক্ত টহল। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কায় দিনভর উৎকণ্ঠায় দিন পার করে পৌরবাসী। সকাল থেকে সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকলেও জনমানুষ ছিল না।
এর আগে ১৫ নভেম্বর সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সামনে ফেনীর সার্কিট হাউজে যুবলীগনেতাদের সাথে হাজী রহিম উল্যাহর বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে বিক্ষুব্দ যুবলীগ নেতাকর্মীরা তাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। ঘটনায় যুবলীগ ও এমপি’র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সম্পাদনা: আরএইচ/এইচএএইচ