নিজস্ব প্রতিনিধি >>
নানা কর্মসূচর মধ্য দিয়ে ফেনীর কৃতিসন্তান নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষ্যে ফেনীতে নানা কর্মসূচী পালন হয়েছে। আলোকিত ফেনী ফাউন্ডেশন ও শিল্পতীর্থ’র যৌথ আয়োজনে বিকাল ৪টায় শহরের জেলা পরিষদ ভবনস্থ ড. সেলিম আল দীন মিলনায়তনে শিশুদের উৎসবমুখর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুই শতাধিক শিশুর অংশগ্রহনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক রফিক রহমান ভূঞা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা, স্টার লাইন গ্রুপের পরিচালক (বিপনন) মাঈন উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ। কবিতা নিকেতনের সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার। প্রতিযোগিতায় বিজয়ী ৯ শিশুকে পুরস্কৃত করা হয়। শেষে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্ল্যেখ্য, ড. সেলিম আল দীনের জন্মদিন ১৮ আগস্ট শুক্রবার। ১৯৪৯ সালের এই দিনে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন এ নাট্যকার।
সম্পাদনা: আরএইচ/এইচএসটি







