সোনাগাজী প্রতিনিধি >>
সোনাগাজী পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাইনুুল হক , ডাটা এন্ট্রি অপারেটর আকবর হোসেন রুপক, প্যানেল মেয়র শেখ কলিমুল্যাহ রয়েল, পৌর কাউন্সিলর মোঃ মোস্তফা, মোঃ ইয়াছিন, ইমাম উদ্দিন ভূঞাঁ, মকসুদ আলম, আইয়ুব আলী খাঁন, শেখ আব্দুল হালিম মামুন, সাখাওয়াত হোসেন আলাওল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনিহার বেগম, বিবিয়া খাতুন, মর্জিনা আক্তার প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার মাইনুল হক জানান, গত ২০ আগস্ট হতে সোনাগাজীর ৯টি ইউনিয়নে হালনাদ কার্যক্রম শুরু হয়ে আজ দশম দিনে পৌরসভায় চলছে। আগামীকাল সোনাগাজী উপজেলায় বাদপড়া ব্যক্তিরা ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য সরাসরি উপজেলা নির্বাচন অফিসে আসতে পারবে। এটাই হবে আমাদের কর্মসূচির একাদশতম ও সর্বশেষ দিন।
পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন জানান, আমাদের পৌরসভার ৯টি ওয়ার্ডের বাদপড়া ও নতুন ভোটার হওয়ার যোগ্যতা অর্জনকারী প্রায় ৪ শত ব্যক্তি পৌরসভা কার্যালয়ে এসে ছবিসহ ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তি করে।
সম্পাদনা: আরএইচ







