সোনাগাজী প্রতিনিধি>>
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের অবরুদ্ধ সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ ও সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ পাল্টাপাল্টি মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর গাড়ী বহর থেকে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আজিজুল হক হিরণের বাড়ী লক্ষ্য করে গুলি বর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার হিরণের দায়ের করা মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। তবে মামলায় তিনি রহিম উল্যাকে আসামী করেননি।
অন্যদিকে জুমায়ার নামাযে যেতে বাঁধা দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহকে সড়কে ৪ ঘন্টা আটক রেখে তার গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণের বিরুদ্ধে শনিবার মামলা দায়ের করেছে স্থানীয় আমিনুল হকের ছেলে মো: শেখ ফরিদ।
এরআগে সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে তাঁর নিজস্ব মার্কেট চত্বরে জুমায়ার নামাযের পর সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল। খবর পেয়ে যুবলীগ-ছাত্রলীগকর্মীরা মাইক খুলে নিয়ে সমাবেশ পন্ড করে দেয়। এবং তাকে ৪ ঘন্টা সড়কে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশি নিরাপত্তায় হাজী রহিম উল্যাহকে সরিয়ে নেয়া হয়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক মাঃ সৈয়দুল মোস্তফা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদনা:আরএইচ/এইচএমএইচ
সোনাগাজীতে রহিম উল্যাহ-হিরণের পাল্টাপাল্টি মামলা







