নিজস্ব প্রতিনিধি>>
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন ফেনী জেলা বিএনপি ও এর সাত অঙ্গ সংগঠনের ১৫ নেতা। শনিবার বিকালে ফেনী সার্কিট হাউজে তারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য প্রবেশ করেছেন।
এদিকে, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে আসা বিএনপির জেলা পর্যায়ের নেতারা। একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন সাক্ষাতের অনুমতি না পাওয়া ফেনী জেলার অধিকাংশ নেতা।
এ ব্যাপারে ফেনী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার বলেন, ‘প্রশাসনের অনভিপ্রেত হস্তক্ষেপের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে অপেক্ষা করছি। এখন এই শেষ সময়ে নেত্রীর সঙ্গে দেখা করতে পারবো না বলে জানলাম। এটি দুঃখজনক ও নিন্দনীয়।’
প্রশাসনের এ ধরনের হস্তক্ষেপে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি হায়দার বিএসসি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীর্ঘ সময় অপেক্ষার পরও দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে না দেওয়াটা রহস্যজনক।’ বিষয়টিকে তিনি ‘রাজনৈতিক হয়রানি’ বলে উল্লেখ করেন।
এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা ও পরোয়ানা রয়েছে, তাদের অনুপ্রবেশ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সম্পাদনা: আরএইচ/এনএনএন