নতুন ফেনী ডেস্ক>>
ফুলগাজী উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমকে সংবর্ধনা দিয়েছে আওয়ামীলীগ। বুধবার বিকালে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলালীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার মো: রেজাউল হক পিপিএম, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন প্রমুখ।
আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম উপজেলা চেয়ারম্যান একরাম হত্যাকান্ডের বিচার চলছে উল্লেখ করে বলেন, পুলিশ হত্যাকান্ডে জড়িত সকল খুনিকে গ্রেফতার করেছে। ছাত্রলীগকে লক্ষ্য করে নাসিম বলেন, ছাত্রলীগের মূল কাজ পড়াশোনা করা। ছাত্রত্ব ছাড়া ছাত্রলীগ করা যাবেনা। তিনি বলেন, ছাত্রলীগের অফিস যেন এলজিইডি, সড়ক ও জনপদ বিভাগে পরিণত না হয়। ছাত্রলীগকে মাদক থেকে দূরে থাকতে হবে।
এর আগে তিনি ফুলগাজী ডায়াবেটিস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সম্পাদনা: আরএইচ
ফুলগাজীতে আলীমের সংবর্ধনা
