পরশুরাম প্রতিনিধি >>
পরশুরামে আন্তর্জাতিক নারী দিবসে ৪ জয়িতাকে সম্মাননা দিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার উপজেলার খোকা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি দাস, উপজেলা পলী উন্নয়ন অফিসার তাজুল ইসলাম, সাংবাদিক সবীর আহমেদ ফোরকানসহ প্রমুখ।
বাংলাদেশ লেবার ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’র প্রোগাম কো- অডিনেটর বিনয় ভূষন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে লাকী আক্তারকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে, জুলু আক্তারকে সফল জননী নারী হিসাবে, পারভীন আক্তারকে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী, রাহেলা আক্তারকে সমাজ উন্নয়নের অসামন্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে মিলিত হয়।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ







