শহর প্রতিনিধি >>
জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার বাদ জুম’আ শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
সমাবেশ সংগঠনের ফেনী জলা সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুফতি রহিম উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আফজালুর রহমান, মাওলানা সাইফুদ্দিন, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি ইউসুফ আলী, মাওলানা মুফতি কামাল উদ্দিন, মাওলানা লোকমান হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় হেফাজত নেতারা বলেন, মুসলমানদের নিয়ে চক্রাস্ত হচ্ছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা এ চক্রান্তেরই অংশ। সমাবেশ ইয়াহুদি-খ্রিষ্টানদের এসব চক্রান্ত উৎখাত করতে মুসলিম উম্মাহর ঐক্যের আহবান জানান।
সম্পাদনা: আরএইচ/টিএইচএন







