নিজস্ব প্রতিনিধি >>
মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি করা হয়েছে। বাঙালী ও মুসলমান এক হয়ে থাকতে পারে। এতে কোন অসুবিধা নেই- বলে মন্তব্য করেছেন গণ-সংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। শনিবার বিকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতিকে আজ দ্বিধা বিভক্ত করা হয়েছে। প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। গণতন্ত্র না থাকলে লুটপাট, হত্যা, গুম বন্ধ ও ভোটের অধিকার অর্জিত হবে না। বর্তমান সরকারকে গণতন্ত্র ও সাম্যের সমাজ নিয়ে এগুতে হবে। কারণ, মুক্তিযুদ্ধের চেতনায় সম্যবাদের কথা রয়েছে।
জুনায়েদ সাকি বলেন, আজকে আমরা সা¤্রাজ্যবাদী ট্রাম্পের দুনিয়ায় আছি। এ দুনিয়া যুক্তিতে চলে না। যুদ্ধের মধ্য দিয়ে তারা ব্যবসা করছে। ইরাক যুদ্ধ এর উদাহরণ। আজকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে নতুন যুদ্ধের দিকে পৃথিবীকে ধাবিত করছে।
এ্যাডভোকেট ইবারাহিম ভ’ঞার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি বাসদ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।
অক্টোবর বিপ্লব ও শতবর্ষ উদযাপন পরিষদ ফেনীর সদস্য সচিব এ্যাডভোকেট ফয়েজুল হক মিল্কির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেএসডি ফেনীর আহ্বায়ক হীরা লাল চক্রবর্তী, বাসদ ফেনীর অহ্বায়ক হারাধন চক্রবর্তী ও গণ-সংহতি আন্দোলন ফেনীর সমন্বয়ক এ্যাডভোকেট কায়কোবাদ সাগর।
সম্পাদনা: আরএইচ/এইচআর