নিজস্ব প্রতিনিধি>>
ফেনীতে কৃষিজমি থেকে মাটি কেটে ইট প্রস্তুত করে পরিবেশের বিপর্যয়ের দায়ে দুই জনকে আড়াই লাখ টাকা জরিমানা ও একটি মাটি কাটার এক্সক্যাভেটর মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর গ্রামে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
আদালত সূত্র জানায়, জাহানপুর পশ্চিম পাথার ও দড়িপাট্টা এলাকায় কৃষি জমির মাটি কেটে ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করার অপরাদে আজিজুল হককে ১ লাখ টাকা জরিমানা ও তাঁর কাছে থাকা মাটি কাটার একটি এক্সক্যাভেটর যন্ত্র জব্দ করা হয়। একই এলাকার ওপেল ব্রিকসে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় কৃষি জমি ক্ষতি করে মাটি সংগ্রহ ও ইটের সাইজে কম থাকার অভিযোগে ্যানেজার নাজমুল ইসলাম ফরহাদকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূইয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এসআর







