নিজস্ব প্রতিনিধি>>
ফেনী সরকারী জিয়া মহিলা কলেজে পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারী জিয়া মহিলা কলেজে উপাধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহব্ায়ক ও সরকারী জিয়া মহিলা কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন মজুমদার।
দর্শন বিভাগের প্রভাষক একরাম হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আই এইচ আবু আহম্মেদ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক সফিকুর রহমান ও ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ সন্তোষ রঞ্জন নাথসহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিবাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পিঠা উৎসবের বিভিন্ন স্টলসমুহ পরিদর্শন করেন। বসন্ত বরণ অনুষ্ঠান উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদনা: আরএইচ/এপি







