নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটের জেলা ও দায়রা জজ আমিনুল হক রায় পড়া শুরু করেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে মামলার ৩৬ আসামীকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিকাল ২টা ২৫ মিনিটের দিকে ফেনী কারাগার থেকে প্রিজনভ্যানে কারে তাদের আদালতে তোলা হয়।
ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহাম্মদ জানান, এ মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ১৬ জন বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃত আসামীদের ৩৬ জন কারাগারে ১৯জন পলাতক ও র্যাব’র হাতে বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছেন।
এর আগে ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমীস্থ বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরামকে প্রকাশ্য দিবালোকে গুলি করে কুপিয়ে হত্যা করে। পরে তাকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। ঘটনায় একই দিন রাতে নিহত একরামের বড় ভাই বাদী হলে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় একই বছরের ২৮ আগষ্ট পুলিশ ৫৬ জনকে আসামী করে চার্জশীচ দাখিল করে।
সম্পাদনা: আরএইচ/ এনকে/এনইউসি/ ইএইচ