দাগনভূঞা প্রতিনিধি>>
শিশু ও নারী উন্নয়নে যোগযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে দাগনভূঞা অফিসার্স ক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বী মনির এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুুল খায়ের মিয়াজী। অনুষ্ঠানে স্যানিটেশন ও পরিবেশ সচেতনতা,মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা এবং নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ জন্ম নিবন্ধন বিষয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক অংশগ্রহণ করে।
সম্পাদনা: আরএইচ/ইএইচ







