দাগনভূঞা প্রতিনিধি>>
দাগনভূঞায় অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বারাহীগুনি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,দাগনভূঞা থানার এএসআই ইসমাইল হোসেন ও এসআই রাহিম এর সহযোগিতায় বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বারাহীগুনি গ্রাম থেকে গ্রেফতার করে মোঃ আজিম কে, তার বিরুদ্ধে অস্ত্র মামলার ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে আদালত। মোঃ আজিম দাগনভূঞা উপজেলার বারাহীগুনি গ্রামের মোঃ আজিজ এর ছেলে বলে জানা যায়।
দাগনভূঁঞা থানার পরিদর্শক (ওসি) আবুুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আসামিকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এমইএ







