নিজস্ব প্রতিনিধি >>
ফেনীতে নানা আয়োজনের মধ্যদিয়ে মুজিব নগর দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা।
জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বিকম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবীর শামিম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদ জালাল হাজারী, যুবমহিলালীগ সভানেত্রী হাসিনা আক্তার নিঝুম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ প্রমূখ।
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে শহরের জেল রোডস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদনা: আরএইচ/এইচআর