মিরসরাই প্রতিনিধি>>
এদিকে দুপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদরাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলেও উপজেলা মাধ্যমিক অফিস থেকে এর কোন ফলাফল পাওয়া যায়নি। ফলাফলের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কর্মকর্তাদের নিয়ে মিটিং থাকার কারণে ফলাফল সংগ্রহ করতে পারেননি। তাছাড়া ইন্টারনেটের ধীরগতির কারণে ফলাফল নিতে সমস্যা হচ্ছে। সন্ধ্যার দিকে পুরো উপজেলার ফলাফল সাংবাদিকদের জানাবেন বলে তিনি জানান। সন্ধ্যায় উপজেলা অফিসে গিয়ে দেখা যায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অফিস বন্ধ করে চলে গেছেন।
সর্বশেষ সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা এখনো সব কিছু সমন্বয় করতে পারিনি। পুরো ফলাফল জানতে আরো ৩-৪ ঘন্টা সময় লাগবে।
ফলাফল না পাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে রেজাল্ট একসাথে পাওয়া গেলেও জেএসসি এবং জেডিসিতে একই ভাবে পাওয়া যায় না। শিক্ষার্থী আর অভিভাবকরা এক সাথে নেটে সার্চ একই সময় এবং ইন্টারনেটের ধীরগতির কারণে ফলফল নিতে বিলম্ব হচ্ছে। তিনি সরকারী কাজে ঢাকায় আছেন বলে জানান।
সম্পাদনা: আরএইচ/এমইউ