শহর প্রতিনিধি>>
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে ফেনীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সাইবার ইউজার দল। রবিবার বিকাল ৩ টার দিকে বিএনপি একটি মিছিল বের করে। পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল মিছিলে নেতৃত্ব দেন। অপরদিকে ৪ টার দিকে ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল করেছে সাইবার ইউজার দল। জেলা আহবায়ক শরীফুল ইসলাম রাসেল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ১৫-২০ টি গাড়ী ভাংচুর করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণের শব্দ শুনা যায়। মুহুর্তেই শহরে আতংক ছড়িয়ে পড়ে। রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়।
সম্পাদনা: আরএইচ






