শহর প্রতিনিধি>>
ফেনীর মোহাম্মদ আলীতে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মোহাম্মদ আলীতে রাত ৯ টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা কয়েকটি গাড়ীতে হামলা চালায়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় অন্তত ৫ যাত্রী আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হযেছে।
ফেনীর অতিরিক্তি পুলিশ সুপার সাইফুল হক দু’টি গাড়িতে অগ্নি সংযোগের সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদনা: এনকে