নতুন ফেনী ডেস্ক>>
ফেনীতে ৫ জানুয়ারী ‘গণতন্ত্র বিজয় দিবস’ পালন উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকালে শহরের শহীদ মিনার চত্তরে জনসভার আয়োজন করে তারা। সকাল থেকো শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে সরকারদলীয়কর্মীরা। শহরের শহীদ মিনার চত্তর এলাকা, জেল রোড়, ট্রাংক রোড় এলাকায় বিপুল পরিমান আ’লীগ নোতাকর্মী উপস্থিত রছেন। অন্যদিকে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালেও বিপুল পরিমান নেতাকর্মী অবস্থান করছে।

অন্যদিকে দিনটিকে কালো দিবস উল্লেখ করে কালো পতাকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছে বিএনপি-জামায়াত নেতৃাধীন ২০ দলীয় জোট।
দুই দলের মখোমুখি অবস্থান নেয়ার কারণে শহরের উদ্ভেদ-উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদনা: আরএইচ








