ফেনী পৌরসভার বারাহিপুরে নৌকার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে স্থানীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো. মফিজ উল্যাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিপি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, পিপি এডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী পৌসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা হাজী আলাউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সভাপতিআয়নুল কবীর শামীম।
ফেনী জেলা আওয়াামী লীগের স্বাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন ভূইয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, রাশেদুল হক হাজারী, সাংগঠনিক সম্পাদক ইকবাল বাহার ফয়সাল, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ সাইফুদ্দিন আহম্মেদ জিতু, জেলা মহিলা যুবলীেেগর সভাপতি হাসিনা আক্তার নিঝুম, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব শম্ভু বৈষ্ণব, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, যুগ্ন-সম্পাদক এম.এ আজাদ, ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নুর হোসেন ভূঞা মিশু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম, ০৮ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা ভূঞা, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. রেজাউল গণি পলাশ, সাধারণ সম্পাদক আবুল মনছুর নয়ন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজ তালুকদার, সাধারণ সম্পাদক মনছুর আহম্মদ, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খোন্দকার ইয়াছিন, সাধারণ সম্পাদক আবু মনছুর, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক কাজী আরিফুল ইসলাম রুবেলসহ আওয়ামী লীগ, মহিলা আওয়মী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের লোকজন।
জনসভা শেষে অতিথিবৃন্দ ৮নং ওয়ার্ডে অবস্থিত সাহেব বাজারের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় অফিস প্রধান জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন রুপম, এডভোকেট আলাউদ্দিন ভূঞা, মাষ্টার সিরাজুল ইসলাম, ইকরাম উদ্দিন আল রিয়াজ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এপি/টিএইচএন







