ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা নুর মুহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে একই ইউনিয়নের মনিপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পরশুরাম উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুর মুহাম্মদের বিরুদ্ধে পরশুরাম থাকায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একই উপজেলার সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ও মনিপুর গ্রামের মৃত হাফেজ আহাম্মদের ছেলে। মাওলানা নুর মুহাম্মদ ২০১৬ সাল পর্যন্ত পরশুরাম উপজেলা জামায়াতের আমির ও মির্জানগর ইউনিয়নে টানা প্রায় ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পরশুরাম মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল জামায়াত নেতা মাওলানা নুর মুহাম্মদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্বে বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।
সম্পাদনা: আরএইচ/এসএইচএফ