‘ভোটে নৌকা প্রতীক জিতে গেলে হেরে যাবে সন্ত্রাস ও জঙ্গীবাদ’- বলেছেন জাসদের (ইনু) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী শিরীন আখতার। বুধবার ফেনীর ফুলগাজী বাজারে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন এ সমাবেশ শেখ হাসিনার সমাবেশ। শিরিন জিতে গেলে শেখ হাসিনা জিতে যাবে। নৌকা জিতে গেলে স্বাধীনতার পক্ষের শক্তি জিতে যাবে।
খালেদা জিয়ার সম্পর্কে শিরীন আখতার বলেন, এ আসনে মানুষ খালেদাকে নিজেদের এলাকার মেয়ে হিসেবে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছিল কিন্ত খালেদা এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারেনি। ১৯৭৩ এর পরে সর্বপ্রথম এ আসনটি বিপুল ভোটে বঙ্গবন্ধু কন্যাকে উপহার দিতে চাই।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনির্ভাসিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম, সহ- সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান, খায়রুল বাশার মজুমদার তপন, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর দিদার প্রমূখ।
এ সময় আওয়ামী লীগ, মহিলা আওয়মী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আরএইচ/এপি







