একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে মোট পড়েছে ৮ লাখ ৬২ হাজার ৫শ’ ৭৪। এর মধ্য বাতিল হয় ৮ হাজার ৭শ’ ৭৪ টি ভোট। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলো ১০ লাখ ৪৫ হাজার ৩শ’ ৭৫। এবারের নির্বাচনে ভোট দেননি ১ লাখ ৮২ হাজার ৮শ’ ১১ জন ভোটার। শতকরা হিসেবে ফেনীতে ৮২.৫১ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
জেলা রিাটর্নিং কর্মকর্তার দেয়া ফলাফল বিবরনী বিশ্লেষণ করে দেখা যায়, ফেনী-১ (ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৪৭ হাজার ৩৫ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৫শ’ ৬১ টি এর মধ্য বাতিল হয় ৩ হাজার ৮শ’ ৭৯ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৬৪ হাজার ১শ’ ৭৪ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৭৮.৯৪ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
ফেনী-২ (ফেনী সদর) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৪৭ হাজার ৬শ’ ৮৪ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৩ লাখ ২ হাজার ৭শ’ ৮৮ টি এর মধ্যে বাতিল হয় ১হাজার ৫শ’ ৬৫ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৪৪ হাজার ৮শ’ ৯৬ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৮৭.০৮ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞাঁ) আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ৯২ হাজার ৯শ’ ৫৬ জন। এবারের নির্বাচনে সেখানে ভোট পড়েছে ৩ লাখ ১৯ হাজার ২শ’ ২৫ টি এর মধ্যে বাতিল হয় ৩ হাজার ৩শ’ ৩০ ভোট। ভোটাধিকার প্রয়োগ করেননি ৭৩ হাজার ৭শ’ ৩১ জন ভোটার। এই আসনে শতকরা হিসেবে ৮১.২৩ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে।
সম্পাদনা: আরএইচ/এইচআর







