ফুলগাজীতে দুই ফার্মেসী মালিকের ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলার মুন্সিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বন্ধে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজীর মুন্সিরহাট বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বাজারের আইয়ুব আলী মেডিকেল ও চক্রবর্তী ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে দুই ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঔষধ পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন দুই ব্যবসায়ীকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি