ফেনীর সোনাগাজীতে নিখোঁজ স্কুল শিক্ষকের লাশ কুমিল্লার বুড়িচং থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পুলিশ উদ্ধারের পরদিন মরদেহ শনাক্ত করেন স্বজনরা ।
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে স্কুলের উদ্দেশ্যে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিনের চর ল²ীগঞ্জ গ্রামের বাড়ি থেকে বের হন আহমদ উল্লাহ (৪৫)। পরে বিকালে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরদিন নিহতের স্ত্রী হোসনে আরা বেগম সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। সেদিন রাত নয়টার দিকে কুমিল্লার বুড়িচং থানা থেকে লাশের খবর আসে।
নিহত আহমদ উল্লাহ’র গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিনের চর ল²ীগঞ্জ গ্রামে। তিনি পার্শ্ববর্তী দাগনভূঞা উপজেলার মাতুভূঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







