ফাইল ছবি
ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন মো. শফি উল্লাহকে (৫৫) জবাই করে হত্যা করেছে দূবৃত্ত¡রা। বৃহস্পতিবার রাতে সাড়ে নয়টার দিকে শহরের গাজী ক্রসরোডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় জানায়, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন মো. শফি উল্লাহ। গত কয়েকদিন আগে ছেলের সাথে রাজধানী ঢাকায় চিকিৎসা নিয়ে আজ (বৃহস্পতিবার) ফেনী আসেন। রাত নয়টার দিকে তার সাথে থাকা রুমমেট (রাজমিস্ত্রি) নামায শেষ করে বাসায় ফিরে মো. শফি উল্লাহর গলাকাটা লাশ দেখতে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, ফেনী মডেল থানার (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, মো. শফি উল্লাহ বিগত প্রায় ৪ বছর ধরে এ বিদ্যায়লয়ে কর্মরত ছিলেন। তার বাড়ী সোনাগাজী উপজেলায়।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ গলাকাটা একটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সম্পাদনা: আরএইচ/এনজেটি







