বৃষ্টি উপেক্ষা করে ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢল নেমেছে হাজারো নেতা কর্মীসহ সাধারণ মানুষের। বেলা তিনটায় ফেনীর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উড্ডয়ন, রঙ্গ-বেরঙ্গের বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ভোধন করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করার পরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজরী তখন সবাইকে বসে থাকার আহবান করেন। তিনি বলেন, সবাই ভিজতে পারলে আমিও পারবো । বৃষ্টিতে ভিজে হলেও সম্মেলনের শেষ পর্যন্ত থেকে আমরা সম্মেলনকে সফল করবো। তার কথা শুনে সবাই বৃষ্টির মধ্য নিজ নিজ আসনে বসে থাকেন। দুই দফায় প্রায় ঘন্টাখানেক বৃষ্টি হয়।
সোনাগাজী চর দরবেশ ইউনিয়ন থেকে আসা যুবলীগ কর্মী মান্নান বলেন, আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগ ও প্রাণের নেতা নিজাম উদ্দিন হাজারীর জন্য শুধু বৃষ্টিতে ভিজা নয় মরতেও প্রস্তুত। সকাল নটায় মাঠে এসেছি সম্মেলন শেষ হওয়া পর্যন্ত থাকবো।
ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের আরেক ষাটোর্ধ কর্মী মোতালেব মিয়া বলেন, দুই দফা বৃষ্টিতে ভিজলেও নেতাদের কথা শুনার জন্য বৃষ্টি মাথায় নিয়ে বসে আছি। সম্মেলন শেষে ফলাফল শুনে বাড়ি ফিরবো।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর স ালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম। সম্মেলনে দলের ফেনী জেলা ছাড়াও নোয়াখালী, ল²ীপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার নেতারাসহ বিপুল পরিমান নেতা-কর্মীর উপস্থিতি ফেনী পাইলট হাইস্কুল মাঠকে মুখরিত করেছে।
সম্পাদনা:আরএইচ/এইচআর







