ফেনীর সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্পকে আকর্ষণীয় পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার তাগিদ দিয়েছেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও মুহুরী ইরিগেশন প্রজেক্টের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সোনাগাজী মুহুরী প্রজেক্টকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এটি আকর্ষণীয় ও সুন্দর জায়গা। বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ সুন্দর করা যায়। এতে পর্যটকরা আকৃষ্ট হবে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসে। তিনি আরও বলেন, ফেনীতে বিনোদনের জায়গা অনেক কম। এর ফলে ফেনীবাসী উপকৃত হবে। ছুটির দিনে তারা পরিবার পরিজন নিয়ে মুহুরী প্রজেক্ট ঘুরতে আসতে পারবে।
বিভিন্ন নদী ও খালে অবৈধ দখল ও বাঁধ দিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্থ করার বিষয় উল্লেখ করে জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, যে কোন সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। যে এলাকায় উন্নয়ন কাজ হবে সেসব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতা গ্রহণ করবেন। মানুষের উপকারার্থে কাজ করুন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা সমস্যা ও উন্নয়ন কাজের কথা না জানলে মন্ত্রণালয়ে তথ্য প্রদান করা সম্ভব হয় না।
জেলা প্রশাসক বলেন, ফেনী শহরে বিভিন্ন জায়গায় অবৈধভাবে পানি উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। এতে পানির স্তর নিচে নামছে। ফেনী শহরে অনকে বড় বড় বিল্ডিংয়ে বেআইনিভাবে পানি উত্তোলন করা হচ্ছে। যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও যত্রতত্র পানি উত্তোলন বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, মাটির নিচের পানি আল্লাহর বড় নেয়ামত। এ নেয়ামতকে আমরা অপচয় করছি। প্রতিদিন হাজার হাজার লিটার পানি বিভিন্ন স্থানে অপচয় হচ্ছে। ঢাকায় পানি সংকট দেখা দিয়েছে। পানির অপচয় রোধে দ্রুত আমাদেরকে সচেতন হতে হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, পানি উন্নয়ন বোর্ডের মহুরী ইরিগেশন প্রজেক্টের ডিজিএম এস এম আবদুল মান্নানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনাঃ আরএইচ/ এনজেটি







